দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসসমৃদ্ধ ফেনী জেলায়।
অনুষ্ঠানের মঞ্চ নির্মাণ করা হয়েছে দেশের প্রাচীনতম বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।
এ প্রসঙ্গে হানিফ সংকেত জানান, এবারের পর্বটি ধারণ করা হয় ১৭ ডিসেম্বর। এদিন পুরো স্কুল মাঠই ছিলো দর্শকপূর্ণ। বর্ণিল আলো এবং বিদ্যালয়ের সাথে সঙ্গতি রেখে নির্মিত দৃষ্টি নন্দন মঞ্চে শুটিং চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত।
তিনি আরো জানান, এবারের অনুষ্ঠানে আধুনিক ও ফোকের ফিউশনে একটি দ্বৈত সংগীত গেয়েছেন পান্থ কানাই ও ডলি সায়ন্তনী। রয়েছে ফেনী জেলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সাথে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ।
এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন, শমী কায়সার, সোলায়মান খোকা, জামিলুর রহমান, জিয়াউল হাসান, মম আলী, মাহফুজুর রহমান, সুভাশিষ ভৌমিক, তুষার খান, শবনম পারভীন, মুকিত জাকারিয়া, বড়দা মিঠু, জিল্লুর রহমান, আমিন আজাদ, মামুনুল হক, বিনয় ভদ্র, বিলু বড়ুয়া, তারিক স্বপন, জামিল হোসেন, আবু হেনা রনিসহ আরো অনেকে।
ইত্যাদির এ পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ৩০ ডিসেম্বর, রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ