ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অনেক দিন ধরেই বড় পর্দায় নেই তিনি। তবে খুব শিগগিরই ‘ময়ূরাক্ষী’ নিয়ে বড় পর্দায় দেখা মিলবে এই লাস্যময়ী নায়িকাকে।
ছবিটি পরিচালনা করছেন রাশীদ পলাশ। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। আগামী বছরের ফেব্রুয়ারির ১৪ তারিখ বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে ছবিটি।
এ প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। পরিপূর্ণ চলচ্চিত্র বলতে যা বোঝায়, সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি। আমরা এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি।
ববির চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমাটির মাধ্যমে। সেখানে তাকে ক্যাপ্টেন ববির চরিত্রে দেখা যায়। চলচ্চিত্রে অভিষেকের পরের বছরই ‘মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ ২০১১’ বিজয়ী হন এই অভিনেত্রী। তার অভিনীত ও মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ২০১৯ সালের ‘নোলক’।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ