দেশীয় সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২২’ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের তিন গুণী ব্যক্তিত্ব শেখ সাদী খান, কাজী হায়াৎ ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।
আগামী শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ওই তিন গুণীর হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে। এ ছাড়া একই অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শ্যামল দত্ত, অশোক চৌধুরী এবং শামছুল হক রাসেলকে বিশেষ সম্মাননা দেয়া হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান এমপি, সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক এমপি, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ এবং নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অভি চৌধুরী। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক দুলাল খান।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ