ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্রান্স না আর্জেন্টিনা? তারকারা কে কী বললেন 

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২২, ১০:২৪

বিশ্বকাপের উত্তেজনা আর উন্মাদনা আজ তুঙ্গে। কেননা আজ যে ফুটবলের মহামঞ্চের ফাইনাল।

রোববার (১৮ ডিসেম্বর) রোমাঞ্চকর শ্বাসরুদ্ধকর মহারণটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৯টায়। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফুটবলের বিশ্ব মুকুট কেড়ে নেয়ার সুযোগ আর্জেন্টিনা ও ফ্রান্স দু’দলের সামনেই।

তবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন লিওনেল মেসি। দীর্ঘ দুই দশকে তার সৌরভ ছড়ানো ফুটবলে মোহিত হয়েছে গোটা বিশ্ব। আজ তার ফিরে পাওয়ার দিন। ২০০৬ থেকেই চেষ্টার শুরু এবং বারবার হতাশা নিয়ে ফেরা। তাই তো আজকের দিনটি আর্জেন্টাইন মহাতারকার জন্য হতে পারে মুক্তির আনন্দের।

এদিকে কার হাতে উঠবে এবারের বিশ্বকাপ, বিশ্ব জোড়া ফুটবলপ্রেমীদের মনে এখন এই একটি কৌতূহল। ব্যতিক্রম নন শোবিজ অঙ্গনের তারকারাও। তাদের মনেও এ নিয়ে আবেগ, উচ্ছ্বাস আর উন্মাদনা রয়েছে। ফাইনাল ম্যাচ ঘিরে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন বিভিন্ন গণমাধ্যমে।

ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমণি বলেন, আমি কিছুই জানি না। কিছুই ভাবতে পারছি না। শুধু এটুকু জানি ফাইনাল ম্যাচটার জন্য অধীর হয়ে আছি। সময় যেন কাটছে না। আমি তো চাই কাপটা মেসির হাতেই উঠুক। বাকিটা আল্লাহ ভরসা। তাই আগাম কিছু বলতে চাই না। শুধু অপেক্ষায় আছি শেষ হাসিটা হাসার জন্য।

অন্যদিকে ঢাকাই সিনেমার হালের ক্রেজ অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, আমি ব্রাজিল সাপোর্টার। অনেক প্রত্যাশা ছিলো এবার। কিন্তু সেটি তো হলো না। তবে ফাইনাল ম্যাচে আমার মন বলছে শেষ হাসিটা মেসিই হাসবে। কাপ যাবে আর্জেন্টিনার ঘরে। গোলের বিষয় আগাম বলতে চাই না। কারণ, ম্যাচটা বেশ টাইট হবে- এটুকু অনুমান করতে পারছি।

এদিকে ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা তমা মির্জা বলেন, আমি তো অন্ধ ভক্ত আর্জেন্টিনার। ওদের সব ম্যাচ দেখেছি। এমনকি অলমোস্ট সব ম্যাচই দেখেছি। কারণ জানতে চেয়েছি আর্জেন্টিনার সঙ্গে অন্য দলগুলোর পার্থক্য কেমন। সে হিসেবে দেখলাম আমার দলটাই আসলে কাপ ডিজার্ভ করে। সেই ধারাবাহিকতা ফাইনালে থাকলে তারাই কাপ নেবে। আমি মেসির অন্ধ ভক্ত এটা যেমন সত্যি, এটাও বড় সত্যি পুরো দলটাকেই আমি পছন্দ করি। এবং একটা কথা বলে রাখি, খেলায় ভাগ্যটাও একটা ফ্যাক্টর। তো ফাইনাল ম্যাচে যদি খেলার পাশাপাশি লাকটাও মেসিদের ফেভার করে তো আর্জেন্টিনাই কাপ নেবে- এটা শিওর। আমার ধারণা আর্জেন্টিনা ২-১ গোলে জিতবে।

এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী বলেন, আমি তো আর্জেন্টিনার সমর্থক। শুধু আর্জেন্টিনা নয়, যারা অন্য দলের সমর্থক তাদেরও অনেকে চাইছেন, এবারের বিশ্বকাপটা মেসির হাতে উঠুক। তাছাড়া এবারের আর্জেন্টিনা দলটিও দারুণ। তাদের নামের পাশে আরো একটি তারকা যুক্ত হোক, এটাই প্রত্যাশা।

এদিকে ব্রাজিলের সমর্থক চিত্রনায়িকা শবনমব বুবলী। ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে বেশ কষ্ট পেয়েছেন এই নায়িকা। তবে ব্রাজিল নেই তাই বিশ্বকাপের ফাইনালে মেসির আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন তিনি। খুব করে চান মেসির হাতে যেনো এবারের বিশ্বকাপ ট্রফিটা উঠে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ