ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইয়াশ-দীঘির দ্বিতীয় ইনিংস

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২২, ০৯:২৩

প্রার্থনা ফারদিন দীঘি। চলচ্চিত্র তারকা সুব্রত ও দোয়েলের সুযোগ্য কন্যা। ছোটবেলাতেই তিন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শিশুশিল্পী হিসেবে। বড় হয়েও সম্ভবনার জানান দিচ্ছেন। এরইমধ্যে শিশুশিল্পী ইমেজ কাটিয়ে ওঠার পর দীঘির চরকি অরিজিনাল ‘শেষ চিঠি’ দিয়ে ওয়েব ফিল্মে অভিষেক ঘটে। এ ছবিতে পরিণত বয়সের দীঘির অভিনয় বেশ প্রশংসিত হয়। নতুন খবর, এবার আরেকটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। ছবির নাম ‘ফেরা’। এটি পরিচালনা করছেন সুমন ধর। ‘ফেরা’ দীঘি অভিনীত দ্বিতীয় ওয়েব ফিল্ম। যেখানে পরিচালক, সহশিল্পী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই তার প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’তেও ছিলেন

এ প্রসঙ্গে ঢাকাই সিনেমার উঠতি নায়িকা দীঘি বলেন, গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান আরটিভির ‘ফেরা’ নামের এ ওয়েব ফিল্মের জন্য চুক্তিবদ্ধ হয়েছি।

এদিকে চুক্তিপত্রে স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে দীঘি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে কোনো কিছু পরিষ্কার করে না লিখলেও রহস্য করে দীঘি লিখেছেন, ‘আমার কো-আর্টিস্ট ইয়াশ রোহানকে অনেক মিস করছি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য।’

‘ফেরা’ নিয়ে দীঘি বলেন, বেশ কিছুদিন ধরেই গল্পটি নিয়ে কথা হচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার সিদ্ধান্তে এসেছি, এটিই হবে আমার পরবর্তী ওয়েব ফিল্ম। এখন জোরেশোরে প্রিপ্রেডাকশনের কাজ চলছে। ছবির গল্প আর আমার চরিত্রটি ভীষণ রকম ভালো লেগেছে। আশা করছি, আমার অভিনয়জীবনে ভিন্ন রকম কিছু যোগ হতে যাচ্ছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ