ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

বিতর্কিত কর্মকর্তা রাসেলের বহিষ্কারে অনড় পবিপ্রবি শিক্ষার্থীরা

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮
বিতর্কিত কর্মকর্তা শামসুল হক রাসেল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিতর্কিত কর্মকর্তা শামসুল হক রাসেলের বহিষ্কারের আন্দোলনে অনড় শিক্ষক-শিক্ষার্থীরা। টানা চতুর্থ দিনের মতো তার স্থায়ী বহিষ্কারের দাবি মাঠের আন্দোলন ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছাড়িয়েছে উত্তাপ।

এ আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (২১ শে ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ১২ টা পর্যন্ত পবিপ্রবির সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দদের ফেসবুকের প্রোফাইল কালো রাখাসহ বিতর্কিত কর্মকর্তা রাসেলকে স্থায়ী বহিষ্কারের জন্য হ্যাশট্যাগ ব্যবহার করতে দেখা যায়।

এ সময় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বয়কট রাসেল’,‘স্ট্যান্ড উইথ নজরুল স্যার’,‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদ করতে থাকেন।

গত ১৭ ফেব্রুয়ারি পবিপ্রবির কৃষিকুঞ্জের ডাইনিংয়ে পিএস টু প্রো-ভিসি শামসুল হক রাসেল কর্তৃক পোস্ট হারভেস্ট টেকনোলজি অ্যান্ড মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ সময় তাকে জীবননাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি।

এরই প্রতিবাদে গত তিনদিন যাবত সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এক দফা দাবি আদায়ে কঠোর আন্দোলনে নেমেছেন।

এ বিষয়ে শিক্ষকের সম্মান আদায়ের আন্দোলনের মুখপাত্র রাকিবুল ইসলাম বলেন, ‘যতদিন পর্যন্ত আমাদের এক দফা দাবি মেনে নিয়ে রাসেলকে স্থায়ী বহিষ্কার না করা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।’

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ