ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত ৯ 

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৪ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৮

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতির গ্রুপের হামলায় সাধারণ সম্পাদক গ্রুপের ৯ ছাত্র আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয় আব্দুল মান্নান হল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিএনবি বিভাগের সোহানুর রহমান সোহান, পদার্থ বিজ্ঞান বিভাগের রকি, আইসিটি বিভাগের জয় ধর, সৌরভ, কেমিস্ট্রি বিভাগের সজিব শেখ, অর্থনীতি বিভাগের সৌরভ, মিনার, নাঈম রাজ, টেক্সটাইল বিভাগের তামিম।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের মধ্যে সোহানকে জাতীয় অর্থপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) ও রকিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সবাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, রাতের খাবার শেষে আব্দুল মান্নান হলের ছাদে বসে গল্প করছিলেন সবাই। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মানিক শীলের অনুসারী সাফি মোরসালিন, আবিদ, রকি, ছাত্রদল সমর্থিত ইদ্রিস, রবিউল, রুবেল, বিশ্বজিৎ, অপুর নেতৃত্বে ২৫-৩০জন বহিরাগত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে সোহানকে তিন তলা ছাদ থেকে ফেলে দেয় তারা। এ ঘটনায় আহত ৯ জনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর বলেন, এই ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কঠোর হস্তে প্রতিহত করবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি করছি।

ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মানিক শীল ঘটনার সাথে তার সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি করছি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) সাদিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পরই আব্দুল মান্নান হলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে ২০টি লোহার রড ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি জানিয়ে সাদিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/টিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ