রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আগামী শনিবার অনুষ্ঠিত হবে কৃষি মেলা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান সম্মেলন কক্ষে (পুরাতন অডিটোরিয়াম) ‘নিরাপদ খাদ্য নগরীয় প্রতিবেশ, সকলে মিলে আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ মেলা অনুষ্ঠিত হবে। নগর কৃষি মেলা আয়োজক পর্ষদ এ মেলার আয়োজন করছে।
মেলায় ৮টি শেয়ারিং গ্রুপ, ৭টি বাই-সেল গ্রুপ, ৫টি নার্সারি, বেশ কিছু উদ্যোক্তা, কৃষি গবেষক এবং শেকৃবির কৃষি ক্লাবসহ প্রায় ৪০টি বিভিন্ন গ্রুপের সমাগম হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার উপস্থিত থাকবেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুর রশিদ ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক পর্ষদ।
আয়োজক পর্ষদের আহবায়ক গোলাম হায়দার বলেন, ছাদ কৃষির সাথে সবাই পরিচিত হলেও নগর কৃষির ধারণা আমাদের অনেকের কাছে নতুন। মূলত ছাদ, বাড়ির আঙ্গিনা, বারান্দা এবং এর আশপাশে গড়ে তোলা বাগান নিয়েই নগর কৃষি। যেখানে বর্তমানে রাজধানীতে প্রতিটি বাড়িতে নগর কৃষির ছোঁয়া থাকা উচিত। সেখানে ঢাকায় শতকরা ৫ ভাগেরও কম বাড়িতে ছাদ বাগানের দেখা মেলে। তাই সবাইকে সাথে নিয়ে নগর কৃষির আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশে প্রথম এ নগর কৃষি মেলার আয়োজন করা হচ্ছে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ