ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইবির সাধারণ কর্মচারী সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২২, ১৯:৩২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪’র নির্বাচন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে ভোটগ্রহণ চলবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। এতে ১৫টি পদের ২টি পূর্ণাঙ্গ প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ দিকে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। মনোনয়নপত্র জমাদান শেষে মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং দুপুর ২টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

এছাড়া ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। ওইদিন দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান জানায়, এবার মোট ভোটার ১৫৮ জন। ইতিমধ্যে আমরা নির্বাচন সংক্রান্ত সকল ব্যবস্থা গ্রহণ করেছি। নিরাপত্তাজনিত কোনো প্রকার ইস্যু এখনো আমাদের চোখে পড়েনি। আমরা আশাবাদী নির্বাচন সুষ্ঠু ভাবে সংঘটিত হবে। সকলের সহযোগিতা কামনা করছি।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ