ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাবিতে পৌষ আগমনী উৎসব

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২২, ২১:৩৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২, ২১:৪২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে পৌষ আগমনী উৎসবের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনে এ উৎসব পালন করা হয়।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৩ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত এ উৎসব উপলক্ষ্যে নানা আয়োজন পালন করা হয়।

বেলা তিনটায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইসরাফিল আহমেদ রঙ্গন।

অনুষ্ঠানের মধ্যে বেলা চারটায় পিয়ার আলীর নির্দেশনায় সার্কাস অনুষ্ঠিত হয়, বেলা চারটা ত্রিশ মিনিটে আসাদুজ্জামান আশিকের নির্দেশনায় পাপেট শো, বেলা পাঁচটায় ফানুস উৎসব, পাঁচটা ত্রিশ মিনিটে নীল সরকারের নির্দেশনায় গম্ভীরা নানা নাতির বিশ্বকাপ, ছয়টায় বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম ব্যাচের আয়োজনে লোকনৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এছাড়া সন্ধ্যা সাতটায় ম্যাজিক শো, সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড ৯অবান্তরের পরিবেশনায় গান এবং রাত সাড়ে আটটায় ফকির সাহেবের একক গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পৌষ আগমনী এ উৎসবে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ