ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাবি শিক্ষক সমিতির ১৫ পদেই আওয়ামীপন্থীদের জয়

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২২, ২০:৫৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সমর্থিত হলুদ প্যানেল। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সব কয়টিতে জয় পেয়েছেন তারা।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রাথমিকভাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক কামরুজ্জামান।

এর আগে সকাল নয়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীপন্থী (হলুদ প্যানেল) ও বিএনপিপন্থী (সাদা প্যানেল) শিক্ষকরা দুইটি প্যানেলে বিভক্ত হয়ে ভোটে অংশগ্রহণ করেন। এতে সমিতির তালিকাভূক্ত ১ হাজার ৬৮ জনের মধ্যে ৮৯২জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক কামরুজ্জামান বলেন, হলুদ প্যানেলের অধ্যাপক সফিকুন্নবী সামাদী ৪৯৯টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক আশরাফুজ্জামান পেয়েছেন ৩৮৮টি ভোট। এছাড়া ৫১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেলের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা গ্রুপের অধ্যাপক পারভেজ আজহারুল হক (প্রিন্স) পেয়েছেন ৩৭৭ ভোট।

এছাড়া শিক্ষক সমিতির অন্যান্য পদে জয়ীরা হলেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ (সহ-সভাপতি), ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ এমএ ছালাম (কোষাধ্যক্ষ), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদ (যুগ্ম সম্পাদক)।

কমিটিতে সদস্য পদে জয়ীরা হলেন, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক সুভাষচন্দ্র সুতার, অধ্যাপক অমিতাভ সাহা, অধ্যাপক মো. রাশেদ আলম, অধ্যাপক এম রফিকুল আহসান, সহযোগী অধ্যাপক আবদুল্লা আল-মামুন ভূঞা, সহযোগী অধ্যাপক মোছা. নাজনীন আকতার, সহকারী অধ্যাপক সারওয়ার আলী (মুন), অধ্যাপক আবু নোমান মুহাম্মদ মাসউদুর রহমান ও সহযোগী অধ্যাপক মোছা. সাবিনা ইয়াছমীন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ