সঙ্গীতের মাধ্যমে নদী ও নদীর তীরের মানুষের মানবাধিকার রক্ষা ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত হয়েছে 'নদী রকস কনসার্ট'
সোমবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও জাহাঙ্গীনগর সাংস্কৃতিক জোটের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বিকেল ৪টায় কন্সার্টটি শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'একদিন সব নদীর নামে একটি করে গান থাকবে' এমনই এক নদী মুখী চাওয়া থেকে সঙ্গীতের শক্তিকে ব্যবহার করে তরুণ প্রজন্মকে নদীর কাছে নিয়ে যাওয়া ও জলবায়ু রক্ষায় সচেতন করে তোলাই এই কন্সার্টের উদ্দেশ্য।'
ইউএনডিপির সহযোগিতায় আয়োজিত এ কন্সার্টে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট, অ্যাশেজ, বাংলা ফাইভ, আরবোভাইরাস, এফ মাইনর ও স্মুচেস ।
উল্লেখ্য, নদী রক্স কনসার্টের আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করছে বাংলাদেশে অবস্থিত সুইডেন ও সুইজারল্যান্ড দূতালয়। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সল্ট ক্রিয়েটিভস। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে 'গিয়ার'।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ