ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চুয়েটে উদযাপিত হল তিন দিনব্যাপী ইলেক্ট্রিক্যাল সার্জ

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২২, ২৩:৩৮

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তড়িৎ ও তাড়িতকৌশল বিভাগের (ইইই) ‘ইইই দিবসঃ ইলেক্ট্রিক্যাল সার্জ – ২০২২’ উদযাপিত হয়েছে।

গত ৮, ৯ এবং ১০ ডিসেম্বর ৩দিন ব্যাপী এই আয়োজনে মুখরিত ছিল চুয়েট ক্যাম্পাস। বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল র্যা লি, ফুটবল ম্যাচ, সার্কিট সমাধান প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক সমস্যা সমাধান প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শর্ট পিচ টুর্নামেন্ট, ফুটবলসহ নানা আয়োজন৷ আয়োজনের তৃতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়েছিল এই সময়ের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীন।

আয়োজনকে ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ছিল পুরোদমে প্রস্তুতি৷ আয়োজন সুষ্ঠভাবে সম্পন্ন করতে শেষবর্ষের শিক্ষার্থীদের থেকে ৬১ সদস্যের একটি কার্যকর কমিটি সক্রিয় ছিল। গত ৪ ডিসেম্বর ইইই বিভাগের শিক্ষকদের নিয়েও ৩০ সদস্যের উপদেষ্টা ও উপ-কমিটিও গঠন করা হয়েছিল৷

৩দিন ব্যাপী ইলেক্ট্রিক্যাল সার্জ- ২০২২ এর আয়োজনের ৮ ডিসেম্বর প্রথম দিন সকাল ১০:৪০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল র্যা লি এবং সেমিনার। বিকেল ৩:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত ফ্ল্যাশমব, ফায়ার ওয়ার্ক, চা উৎসব এবং কালার ফিস্ট৷

৯ ডিসেম্বর দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে ১০:৩০ পর্যন্ত থাকছে সার্কিট অলিম্পিয়াড, ১০:৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত কুইজ প্রতিযোগিতা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিষয়ভিত্তিক সমস্যা সমাধান প্রতিযোগিতা৷

১০ ডিসেম্বর শেষদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শিক্ষক বনাম শিক্ষার্থী প্রীতি ফুটবল ম্যাচ, ৪:৩০ থেকে ৫:৩০ ফেয়ারওয়েল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সর্বশেষ বিকেল ৫:৩০ এ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় ইলেকট্রিক্যাল সার্জের এই আয়োজন৷

ফ্ল্যাশমব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার জন্য বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ছিল মহড়া । প্রত্যেকেই নিজের সর্বোচ্চটা দিয়ে সাজিয়ে তুলেছেন আয়োজনের প্রতিটি অংশকে ।

ইলেকট্রিক্যাল সার্জের এই আয়োজনকে সঞ্চালনায় ছিলেন চুয়েট তড়িৎ ও তাড়িতকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সম্পদ ঘোষ।

চুয়েট তড়িৎ ও তাড়িত কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রুবাইয়াৎ তানভীর হোসাইন বলেন, আমরা দীর্ঘদিন পর ইইই দিবস উদযাপন করলাম। আগে প্রতিবছর এই দিনটি উদযাপন করা হলেও করোনা লক-ডাউন সহ বিভিন্ন পারিপার্শ্বিক কারণে গত কয়েকবছর আমরা দিনটি উদযাপন করতে পারিনি৷ কিন্তু এ বছর বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই দিনটি পুনরায় উদযাপনের সুযোগ হল।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ