ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তীতে বক্তৃতামালা

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২২, ২০:৫৬ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২, ২১:০০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগীয় রজতজয়ন্তী উপলক্ষ্যে ‘নৃবিজ্ঞানের চোখে করোনা অতিমারির ভেতর-বাহির’ বিষয়ক ‘রজতজয়ন্তী বক্তৃতামালা- ২’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত এ বক্তৃতামালা অনুষ্ঠিত হয়।

এতে বিভাগটির বিভাগীয় প্রধান আ ফ ম জাকারিয়ার সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোহাম্মদ জাবেদ কায়সার ইবনে রহমানের সঞ্চালনায় যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের মেডিকেল এনথ্রোপলজি বিভাগের অধ্যাপক ড. শাহাদুজ্জামান মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এর পূর্বে রজতজয়ন্তী বক্তৃতামালার আহ্বায়ক হিসেবে বক্তব্য রাখেন, সম্প্রতি দেশের হয়ে প্রথমবারের মতো পেল্টো অ্যাওয়ার্ড বিজয়ী অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম। এ সময় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান আলোচনায় ড. শাহাদুজ্জামান বলেন, করোনার সময় মানুষ প্রথমে ভাবছিল এটা বিদেশিদের রোগ। এটা আমাদের কিছু করবে না। আমরা যদি ধর্মীয় অনুশাসন মেনে চলি তাহলে আমাদের এ রোগ হবে না। যখন বিদেশের গন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে করোনা দেখা দিলো তখন মানুষের মধ্যে সেই ধারণা পরিবর্তন হয়ে যায়।

তিনি বলেন, আমরা যখন কোনো মহাবিপদে থাকি তখন নিজের পছন্দের মূল্য বেশি নাকি সামষ্টিক পছন্দের মূল্য বেশি সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। করোনার সময় বহু তৃতীয় বিশ্বের দেশ আছে তারা সামষ্টিক পছন্দকে গুরুত্ব দেওয়ায় করোনার বিস্তার রোধ করতে পেরেছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ