ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আর্জেন্টিনার জয়ে ভক্তদের উচ্ছ্বাস

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২২, ০৪:৪০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২, ১৩:৪৭

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। টানটান উত্তেজনার টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ ব্যবধানে হারিয়ে বিদায় করে আর্জেন্টিনা। প্রিয় দল জয় পাওয়ায় গভীর উন্মাদনায় মেতে ওঠেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আর্জেন্টাইন ভক্তরা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খান জাহান আলী হল চত্বরে বড় পর্দায় খেলা দেখেন শতাধিক শিক্ষার্থী। খেলা শেষ হতেই আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা শুরু হয়। জার্সি পরিহিত অবস্থায় গানের তালে নেচে নেচে উচ্ছ্বাস করেন ভক্তরা।

নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় থেকে শেষ হয়৷ অতিরিক্ত সময়েও গোলের দেখা না মেলায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। পরে ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও আর্জেন্টাইন সমর্থক ইমরান হোসেন বলেন, আর্জেন্টিনার এই জয় আগে থেকেই প্রত্যাশিত ছিল। আগামীতেও তারা এই জয়ের ধারা অব্যাহত রাখবে এবং আমরা আশাবাদী আর্জেন্টিনাই এবারের বিশ্বকাপ জিতবে।

উল্লেখ্য, ২০১৪ বিশ্বকাপের পর ফের এবার সেমিফাইনালে উঠলো আর্জেন্টিনা।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ