সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অবস্থান তৈরিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। আমাদের সমাজে নারীদের যে অগ্রগতি তার সূচনা বেগম রোকেয়ার মাধ্যমে। জ্ঞান অর্জন করে জ্ঞানভিত্তিক সমাজের জন্য উপযুক্ত হিসেবে তৈরি হতে হবে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতন নিরোধ কমিটির আহ্বায়ক ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনজুমান আরা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের নারীদের যেন যৌন নিপীড়নের মতো পরিস্থিতিতে না পড়তে হয় সে সংক্রান্ত সভা হয়েছে। প্রতিকূল পরিবেশ থেকে নারীদের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অভিযোগ বাক্স রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তা অবশ্যই সিসি ক্যামেরার আওতার বাইরে থাকবে।
শিক্ষক সমতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. এম. মাহবুব আলমের সঞ্চালনায় এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামসুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. শরিফুন্নেছা মুনমুন, প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম সোহাগ, যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে অভিযোগ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনজুমান আরা, সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকি ও বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আশিকুর রহমান (আশিক)।
এরআগে সকাল সাড়ে ১০টায় বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে জাতীয় উদযাপন কমিটির আয়োজনে ও উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা’র নেতৃত্বে র্যালি বের হয়েছে। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের সামনে শেষ হয়।
এতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক, ডিন কাউন্সিলের আহ্বায়ক, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টরিয়াল বডি, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, সিকৃবি শাখাসহ অন্যান্য শিক্ষক ও সংগঠন অংশ নেয়।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ