ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সোহরাওয়ার্দীতে অকেজো নোটিশ বোর্ড, ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২২, ২১:০৭ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২, ২১:৫৩

পুরান ঢাকার পুরনো দিনের স্থাপত্য হিসেবে পরিচিত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এই ঐতিহ্যবাহী কলেজের ইলেকট্রিক নোটিশ বোর্ডটি দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে আছে। নোটিশ বোর্ডের বেশির ভাগ অংশই দেখা যায় না। যার ফলে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। নোটিশ বোর্ডের মাধ্যমে সহজেই কলেজ খোলা বা বন্ধের বিষয়ে জানা যেত। এছাড়াও পরীক্ষা, ফরম ফিলাপ, ভর্তি, কাগজপত্রের সমস্যাসহ গুরুত্বপূর্ণ বিষয় থাকতো এই নোটিশ বোর্ডে।

দীর্ঘদিন নোটিশ বোর্ডটি অকেজো হওয়ার কারণে এমন তথ্য সহজেই পাচ্ছে না শিক্ষার্থীরা। জানার জন্য যেতে হচ্ছে বিভাগের নোটিশের দিকে। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে অধ্যায়নরত এইচএসসি শিক্ষার্থীদের। তাদের জন্য নেই কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্ট। যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হয়। ডিজিটাল নোটিশ বোর্ড থাকতে শিক্ষার্থীরা এখান থেকেই সবকিছু জানতে পারতো যা এখন আর সম্ভব হচ্ছে না। তাই খুব দ্রুত ডিজিটাল নোটিশ বোর্ডের মেরামত চায় শিক্ষার্থীরা।

মাস্টার্সের শিক্ষার্থী জীবন নাহার যুথি বলেন, নোটিশ বোর্ডটি থাকতে শিক্ষার্থীরা খুব সহজে নিজেরাই সকল তথ্যগুলো জানতে পারতো। কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীরা খুব ভোগান্তিতে পড়েছে।

নাম না প্রকাশ করার শর্তে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, যে ডিজিটাল নোটিশ বোর্ডে আমরা আমাদের সব তথ্য খুব দ্রুত এবং সহজেই পেতাম কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ায় আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ডিপার্টমেন্ট থেকে নোটিশ দেওয়ার আগে আমরা এখান থেকে নোটিশগুলো পেতাম। কিন্তু এখন ডিপার্টমেন্টের অপেক্ষায় থাকা লাগে। এছাড়া কলেজে পাবলিক পরীক্ষা চলাকালে কলেজে প্রবেশ নিষিদ্ধ থাকে। বিষয়টি না জেনে যদি কলেজে চলে আসি, তাহলে আমরা বাইরে থেকেও আমরা কখন কলেজ কার্যক্রম চলবে? কখন থেকে ডিপার্টমেন্টে যোগাযোগ করা যাবে? কলেজ কবে খোলা বা বন্ধ থাকবে এগুলো সহজেই জানতে পারতাম। কিন্তু এটা নষ্ট থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই আমাদের ডিজিটাল নোটিশ বোর্ডটি খুব দ্রুত মেরামতের জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহসিন কবিরের কাছে জানা‌তে চাইলে তি‌নি বলেন, আমি আশার পর বোর্ডটি একাধিকবার মেরামত করা হয়েছে। কিন্তু দেখা গেছে, মেরামতের কিছুদিন পরই এটা আবার নষ্ট হয়ে যায়। তাই বোর্ডটি নতুনভাবে স্থাপনের জন্য কাজ করে যাচ্ছি। খুব শীঘ্রই এটা নতুনভাবে স্থাপন করা হবে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ