ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মাদক মামলায় রাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার, পলাতক ২

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২২, ১৯:৪৬ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২, ২২:০৬
ডান পাশে চেয়ারে বসা দুজন গ্রেফতার ও বাম পাশের দুজন পলাতক

গাঁজাসহ আটক রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের দুই নেতাকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে। একই মামলায় আরও দুই ছাত্রলীগ নেতাকে আসামি করা হয়েছে। তারা পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরীর মতিহার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন।

গ্রেফতারকৃতরা হলেন- জিয়া হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক সাইফুল ইসলাম ও জ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক আরিফ বিন সিদ্দিক রোজেল।

পলাতক আসামিরা হলেন- শের-ই-বাংলা হল ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাজু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান।

তবে পলাতক দুজনকে নিয়ে প্রক্টরিয়াল বডি সদস্যদের দুই রকম কথা বলছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দাবি ওই দুই আসামি ওয়াশরুমে যাওয়ার কথা বলে পালিয়েছেন। অন্যদিকে এক সহকারী প্রক্টরে দাবি, ওই দুই শিক্ষার্থী ফর্ম ফিলাপের জন্য ব্যাংকে যাওয়ার কথা বলে প্রক্টর দফতর ত্যাগ করেন।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা চারজনকে আটক করেছিলাম। এর মধ্যে দুজনকে পুলিশে সোপর্দ করেছি। অন্যদুজন ওয়াশরুমে কথা বলে পালিয়েছে।

অন্যদিকে সহকারী প্রক্টর পুরণজিত মহলদার বলেন, পালিয়ে যাওয়া দুই শিক্ষার্থী বলেছিল আজ তাদের ফর্ম ফিলামে শেষ দিন। ব্যাংকে টাকা জমা দিয়ে ফিরে আসবেন এমন শর্তে তারা প্রক্টর দফতর ত্যাগ করেন। তবে পরে আর ফিরে আসেনি। যেহেতু জেলে বসেও শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। সেই জন্য আমরা তাদেরকে যাওয়ার অনুমতি দিয়েছি। তবে পুলিশ যদি ওই শিক্ষার্থীকে গ্রেফতারে আমাদের সহযোগিতা চায়। আমরা সর্বাত্বক সহযোগিতা করব।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ