আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতি।
বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষক সমিতির সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক ও শ্রদ্ধা জানান তারা।
বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, এই মহান বাঙালি সন্তানের মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবার বিশেষভাবে শোকাহত। দেশ ও জাতি গঠনে তাঁর অবদান জাতি সুদূর ভবিষ্যতেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেই আমাদের বিশ্বাস। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
বিবৃতিতে শিক্ষক নেতারা জানান, বর্ণাঢ্য ও ঘটনাবহুল জীবনে তিনি ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা ও বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণসহ বাংলাদেশ সৃষ্টির প্রাক্কালের প্রায় সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩ সালের নির্বাচনে তিনি ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছিলেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার মাধ্যমে তাঁর বর্ণাঢ্য ও সমৃদ্ধ জীবনের সমাপ্তি ঘটে। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায় ভুগছিলেন।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ