ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বশেমুরবিপ্রবিতে জাতীয় শুদ্ধাচার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ০৭ ডিসেম্বর ২০২২, ২১:৪২

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সুশাসন প্রতিষ্ঠার লক্ষে জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার (৭ ডিসম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মকর্তা এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মচারীদের জাতীয় শুদ্ধাচার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এবং রিসার্স পারসন হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন।

এই বিষয়ে বশেমুরবিপ্রবি উপাচার্য ড. এ. কিউ. এম মাহবুব বলেন, এই ধরনের কর্মশালা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আশা করি এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, আমি আশা করি আপনারা এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সর্বদা কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয় সবার মাধ্যমে এগিয়ে যাবে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ