জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক, সহকারী প্রক্টর মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়ন ও নৈতিক স্খলনের অভিযোগে সহকারী প্রক্টরের পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মানববন্ধনে শিক্ষার্থীদের দাবি, যৌন নিপীড়ন ও নৈতিক স্খলনের অভিযোগে অভিযুক্ত সহকারী প্রক্টর মাহমুদুর রহমান জনিকে সকল প্রশাসনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে অভিযোগের সুষ্ঠু তদন্ত করা ও তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেওয়া।
মানবন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি সংসদের সভাপতি আবু সাইদ বলেন, জনি ক্ষমতার বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। শিক্ষক হওয়ার পরে তার নানা ধরনের অপকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে। এতে স্পষ্ট তার নৈতিক চরিত্রের স্খলন ঘটেছে ৷ বিশ্ববিদ্যালয়কে জনি নোংরামির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। আমরা চাই দ্রুত তাকে প্রশাসনিক সকল পদ থেকে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা হোক। তদন্তে সে যদি দোষী প্রমাণিত হয় তবে তাকে স্থায়ী বহিষ্কার করতে হবে।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, একজন শিক্ষক যিনি শিক্ষার্থীদের নৈতিকতা শেখাবেন সেখানে তিনি শিক্ষার্থীদের অনৈতিকতার দিকে ধাবিত করছেন। আমাদের জাহাঙ্গীরনগরের জন্য এটা একটা লজ্জার ব্যাপার। জনির এই ঘটনাকে অনেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্ত, সত্যি কখনো চাপা থাকে না। জনি যে অনৈতিক কাজ করেছে এখন এটা সবার কাছেই স্পষ্ট। আমরা চাই এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে দ্রুত জনির বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হোক৷
মানববন্ধনে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রিতমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদসহ অন্যান্যরা।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ