ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মানবতার কল্যাণে তরুণ প্রজন্মকে কাজ করার আহ্বান ঢাবি উপাচার্যের 

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২২, ১৫:৫৫ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২, ১৫:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক সেমিনারে তিনি এই আহ্বান জানান। ভিএসও বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বেচ্ছা সেবার অনন্য নজির স্থাপন করেছেন। বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের আদর্শ অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

ব্রিটিশ কাউন্সিলের প্রেগ্রাম পরিচালক ডেভিড নক্স, ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া ইউএসএইড-এর প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট শাহীন বিন সিরাজ এবং সিসেমি বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মালালা ফান্ডের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোশাররফ তানসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন ডিএসও বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক কামাল।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ