জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত কর্মচারীরা।
সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনের রাস্তায় এ মানববন্ধন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের মালি মো. শরিফুল ইসলাম বলেন, বর্তমানে দ্রব্যমূল্য লাগামহীন। আর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে বেতন দেওয়া হয় তাতে আমাদের সংসার চালানো কষ্টকর। আমার সন্তানদের পড়াশোনার খরচ চালানো আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা বাধ্য হয়ে আজকে পথে এসেছি। আমাদের দাবি একটাই। আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে।
এছাড়া জাহানারা ইমাম হলের অফিস সহায়ক নাসরিন আক্তার বলেন, আমি জাহানারা ইমাম হলে সাত বছর কর্মরত আছি। এই সাত বছরে প্রতিটি দিনই আমার কষ্টে কেটেছে। আমি আশায় আছি আমার চাকরি স্থায়ী হবে৷ আমাদের চাকরি স্থায়ীকরণ করে আমাদের বাঁচার সুযোগ করে দিবে তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ বলেন, আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চিঠি পাঠিয়েছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পদ না দিলে তাদের চাকরি স্থায়ী করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমারাও চাই তাদের চাকরি স্থায়ী হোক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আমরা আবারও কথা বলবো।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ