ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রঙিন আলপনায় চবির চারুকলা আন্দোলন

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২২, ২১:২০ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২, ২২:০২

এবার আলপনা এঁকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তরের আন্দোলন করছে শিক্ষার্থীরা। আগামী ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমণ উপলক্ষে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং চলমান আন্দোলনকে প্রধানমন্ত্রী অবধি পৌঁছাতে এ উদ্যোগ নিয়েছে তারা।

শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টা থেকে ভোর চারটা অবধি নগরের সি.আর.বি সাত রাস্তার মোড় থেকে পলো গ্রাউন্ড মাঠ পর্যন্ত রঙিন আলপনায় সাজায় শিক্ষার্থীরা। আন্দোলনরত প্রায় শতাধিক শিক্ষার্থী আলপনা আঁকা অংশগ্রহণ করেন । আলপনাতে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি চারুকলাকে ক্যাম্পাসে প্রত্যাবর্তনের দাবিও উল্লেখ করেন।

এ বিষয়ে চারুকলা ইনস্টিটিউটের সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী আল মাশরুল ফাহিম বলেন, আমাদের চলমান আন্দোলনের ৩১ দিন গড়ানোর পরও যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে চারুকলা স্থানান্তরের বিষয়ে সন্তোষজনক বক্তব্য দেয়নি, তাই আমরা এ আন্দোলনকে প্রধানমন্ত্রী অবধি পৌঁছাতে আলপনাকে আন্দোলনের ভাষা হিসেবে নিয়েছি। মূলত প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে এবং চলমান আন্দোলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে পুলিশ প্রশাসনের অনুমতিক্রমে আলপনা আঁকি। আশা করি প্রধানমন্ত্রী আমাদের এ আন্দোলনের ব্যাপারে দৃষ্টি দিবেন।

চারুকলা ইনস্টিটিউটের অবস্থান কর্মসূচি নিয়ে উপাচার্য অধ্যাপক শিরিন আখতার বৃহস্পতিবারে (১ ডিসেম্বর) এক ভার্চুয়াল টকশোতে বলেন, শহরে চারুকলার জায়গাটা আমাদের প্রধানমন্ত্রী উপহার হিসেবে দিয়েছেন। এখন শিক্ষার্থীরা চায় ক্যাম্পাসে ফিরতে অথচ শিক্ষকরা ক্যাম্পাসে আসতে চান না। শিক্ষকরা শহরেই থাকতে চান। বিষয়টি সমাধানের জন্য সময়ের প্রয়োজন। আলোচনার মাধ্যমে এটিও সমাধান করা হবে।

উল্লেখ্য, নগরের বাদশা মিয়া সড়কের পাশে অবস্থিত চারুকলা ইনস্টিটিউট। গেল বুধবার (২ নভেম্বর) নানা সমস্যায় জর্জরিত এ ইন্সটিটিউট সংস্কারের উদ্দেশ্য ২২ দফা দাবি নিয়ে আন্দোলনে নামেন চারুকলার শিক্ষার্থীরা। ২২ দফা দাবি পূরণ না হওয়ার প্রেক্ষিতে ৫ নভেম্বর থেকে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবি ওঠে। এরপর থেকে ক্যাম্পাসে ফেরার এক দফা দাবি নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ