ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাবির গ্রন্থাগারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দুটি পাঠ কক্ষের উদ্বোধন

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২২, ১৭:১১

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দুটি বিশেষ পাঠকক্ষ উদ্বোধন করা হয়েছে। পাঠকক্ষটিতে ব্রেইল পদ্ধতি বই এবং অডিও রেকর্ড পাওয়া যাবে।

শনিবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচতলায় দুই কক্ষের এই বিশেষ পাঠকক্ষ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। ফিজিক্যালি চ্যালেঞ্জ ডিভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) জাবি শাখা এ অনুষ্ঠানটির আয়োজন করে।

‘রূপান্তরমূলক সমাধানের মাধ্যমে অর্ন্তবর্তীমূলক উন্নয়ন’ প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দুটি পাঠ কক্ষের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাফেরা এবং তাদের উপযোগী পরিবেশ গড়ে তুলতে নানা ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নবনির্মিত আবাসিক হল এবং একাডেমিক ভবনগুলোতে তাদের চলাফেরার জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে। তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আরও পদক্ষেপ নেওয়া হবে।’

কেট ও ফিতা কেটে পাঠকক্ষের উদ্বোধনের পর কক্ষ দুটি ঘুরে দেখেন উপাচার্য। এ সময় তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

একই সঙ্গে প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস গঠনে তাদের আশ্বস্ত করেন।

এ সুযোগ সৃষ্টি করায় উচ্ছ্বাস প্রকাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের প্রতিবন্ধী শিক্ষার্থী অহেদুর রহমান বলেন, ‘গ্রন্থাগারে এতো দিন প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ ছিল না। আজ গ্রন্থাগারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠাগার কক্ষের উদ্বোধন করায় ভীষণ ভালো লাগছে। এখন ইচ্ছে হলে গ্রন্থাগারে এসে পড়ালেখা করতে পারবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থী বান্ধব অনেক সুযোগ-সুবিধা আছে

তবে এ সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি আশা করেন, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এ বিষয়ে আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’

প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন পিডিএফ জাবি শাখার সভাপতি আব্দুল গাফ্ফার বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শ্রুতিলেখক, বইয়ের অডিও রেকর্ড এবং ভর্তিপরীক্ষা দিতে আসা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের খাওয়া-থাকাসহ সব ধরনের ব্যবস্থা আমরা করে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এতে সহায়তা করে আসছে। ক্যাম্পাসটাকে তাদের উপযোগী করতে এখনও বেশ কিছু কাজ করা দরকার। আশা করি, প্রশাসন সেদিকে নজর দিবেন। অনুষ্ঠানে গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. এম শামীম কায়সার বলেন ‘ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যাণে পরিচালিত ডাইভার্স এশিয়া প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক পরিবেশ গড়ে তোলাসহ নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ এ মামুন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান, গ্রন্থাগারের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী প্রমুখ।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ