ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাবিতে অবিলম্বে রাকসু নির্বাচন দিয়ে সিনেট কার্যকরের দাবি

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২২, ১৪:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন দিয়ে পূর্ণাঙ্গ সিনেট কার্যকরের দাবি জানিয়েছে রাকসু আন্দোলন মঞ্চ। বুধবার (৩০ নভেম্বর ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, ‘রাকসু শিক্ষার্থীদের অভিভাবক, যেখানে গণতন্ত্রের চর্চা হয়। শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ নিয়ে কাজ করে রাকসু। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ তিন দশক ধরে বন্ধ করে রেখেছেন। ফলে শিক্ষার্থীরা কথা বলার জায়গা পাচ্ছে না। তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, হলে সিট পাচ্ছে না। হলগুলোতে সিট বাণিজ্যের কারখানা গড়ে উঠছে। কথা বলার সাহস পাচ্ছে না। সবকিছুর নির্বাচন হচ্ছে কিন্তু রাকসু নির্বাচন দিতে প্রশাসন ভয় পাচ্ছে। কারণ রাকসু কার্যকর হলে তাদের অনৈতিক কাজগুলো আর করতে পারবে না। তাই অনতিবিলম্বে রাকসু নির্বাচন দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’

রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আবদুল মজিদ অন্তর বলেন, ‘রাকসু নির্বাচনের জন্য আমরা বার বার প্রশাসনের কাছে যাচ্ছি। কিন্তু প্রশাসন রাকসু নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অন্যদিকে সান্ধ্যকালীন কোর্স চালু করে সার্টিফিকেট বিক্রির প্রতিষ্ঠান খুলে বসে আছে। পোষ্য কোটার নামে শিক্ষক, কর্মচারীদের সন্তানদের ফেল করা শিক্ষার্থীদের ভর্তি করানো হচ্ছে। একজন শিক্ষক যখন তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্য করে তুলতে পারছে না সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কীভাবে যোগ্য করে তুলেবে।’

রাকসু সমন্বয়ক আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু দিতে পারছে না কারণ তারাও সিনেটের মাধ্যমে নির্বাচিত নয়। তারা দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত। তারা দলীয় স্বার্থের বাইরে যেতে পারে না। দলীয় অঙ্গ সংগঠনগুলো যা করছে তার বিরুদ্ধে কিছু করতে পারছে না। দলীয়ভাবে উপাচার্য বা উপ-উপাচার্য হয়ে আসলে এগুলো দেখা সম্ভব না। প্রশাসন শুধু মুখে বলে যে তারা রাকসু চায় এটা আসলে তাদের মুখের কথা।’

মানববন্ধন কর্মসূচিতে রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ আমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, রাকসু আন্দোলন মঞ্চের সংগঠক মুক্তাকিন রৌদ্র, উর্দু বিভাগের শিক্ষার্থী নাজিমুল ইসলাম প্রমুখ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ