‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২২’ অ্যাওয়ার্ড পেয়েছেন জাগো নিউজের ঢাকা কলেজ প্রতিনিধি মো. নাহিদ হাসান। অনিয়ম, দুর্নীতি ও অনুসন্ধানী সাংবাদিকতায় সেরা ক্যাম্পাস প্রতিবেদক (দ্বিতীয় স্থান) হিসেবে তিনি এই অ্যাওয়ার্ড পান।
সোমবার (২১ নভেম্বর) ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২২ এর উদ্ধোধনী অনুষ্ঠানে তাকে এই পুরষ্কার দেওয়া হয়।
দুই দিনব্যাপী (২১ ও ২২ নভেম্বর) এই ফেস্টের আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। এতে দেশের বিশটির অধিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় দেড় শতাধিক ক্যাম্পাস সাংবাদিক অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর জার্নালিজম ফেস্টের উদ্ধোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে দেশের ক্যাম্পাস সাংবাদিকদের মধ্যে অনিয়ম, দুর্নীতি ও অনুসন্ধানী প্রতিবেদনে তিনজন এবং ফিচার প্রতিবেদনের ওপর তিনজন রিপোর্টারকে পুরস্কার দেওয়া হয়।
জাগো নিউজের ঢাকা কলেজ প্রতিনিধি মো. নাহিদ হাসান বলেন, বস্তুনিষ্ঠতা আর ন্যায়নিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতায় ভূমিকা রাখতে চাই। স্বপ্ন দেখি অন্যায়-অবিচারের বিরুদ্ধে কলমের লিখনিতেই সুন্দর হবে সমাজ। আগামী দিনগুলোতেও ভালো কাজ করার মাধ্যমে নিজেকে এগিয়ে নিতে চাই বহুদূর।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ