ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাবিপ্রবিতে রোভারমেট কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২২, ১৯:৩৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ৫ম পাবনা জেলা রোভারমেট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বিশ্ববিদ্যালয় পতাকা ও রোভার স্কাউটসের পতাকা উত্তোলন করা হয়। এরপর এক এক করে ধর্মগ্রন্থ থেকে তেলওয়াত, অতিথিদের বরণ, স্কাউটস স্কার্ট পরিধান ও শুভেচ্ছা স্মারক প্রধান করা হয়।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির মজুমদার, পাবনা জেলা রোভার স্কাউটসের কমিশনার মো. আশরাফ আলী এবং সম্পাদক অধ্যাপক মো. বেলাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. হাফিজা খাতুন বলেন, রোভার স্কাউটস একটি আন্দোলনের নাম। তারা সবাই একসাথে কাজ করে থাকে। আমাদের সবাইকে আগ্রহ ও সুন্দর মন নিয়ে কাজ করতে হবে।। নিয়মানুবর্তিতা একজন ব্যক্তিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর এই শিক্ষা রোভারদের কাছ থেকে আমরা পেয়ে থাকি।

তিনি আরও বলেন, প্রতিটি কাজ নিয়ম মেনে করলে জীবনে সাফল্য পাওয়া যাবে। ভালো কাজ করতে হবে। ভালো কিছুকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ভালো পথে চলার প্রতিজ্ঞা আমাদেরকে গ্রহণ করতে হবে।

এছাড়াও বক্তব্য প্রদান করেন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো হুমায়ন কবির মজুমদার, রোভার কমিশনার আশরাফ আলীসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ মো. আব্দুল মতীন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পাবিপ্রবি রোভার স্কাউটসের সম্পাদক ড. জিন্নাত রেহানা, পাবিপ্রবি রোভার স্কাউটস লিডার অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, পাবিপ্রবি রোভার স্কাউটস গ্রুপ কমিটির সদস্য ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মো. ওমর ফারুক এবং প্রক্টর মো. কামাল হোসেন এবং পাবনা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার সদস্যরা।

দিনব্যাপী এই কর্মশালাতে অতিথিরা রোভার স্কাউটসের গঠন, কার্যপ্রণালী, দায়িত্ব-কর্তব্য, কর্মপরিকল্পনা, পূর্বের বছরে বাস্তবায়িত প্রোগ্রাম, আগামী বছরের জন্য রোভারদের প্রোগ্রাম চাহিদা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয়গুলো তুলে ধরেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ