টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অভিন্ন নীতিমালা প্রতিহতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক কমিশন প্রহসনের অভিন্ন নীতিমালা প্রতিহত এবং নবম পে-স্কেল প্রদান ও পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ৫০ ভাগ মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির কর্মচারীরা বক্তব্য রাখেন। সমিতির সভাপতি আমিনুর ইসলাম বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আমাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে আমরা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আরও কঠোর অবস্থানে যাবে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ