ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২২, ২১:২২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। দিবসটি পালনের জন্য বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আয়োজন করে। এ আনন্দ র‌্যালিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর আবুল বাসার খান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশের ৮টি বিভাগের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে পালিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস।

একইদিনে অনলাইনে একটি আলোচনা সভা হয়। যেখানে জাপান, আস্ট্রেলিয়া এবং ভারতের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপকবৃন্দ অংশগ্রহণ করেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান দিবস উদযাপনের সার্বিক দায়িত্বে ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ড. কুমার দেবাশীষ দত্ত।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ