ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

টিএসসিতে ছাত্রী হেনস্তা: সেই নাজমুলকে সাময়িক বহিস্কার

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২২, ১৪:৫৮

টিএসসিতে এক ছাত্রীকে ইভটিজিং ও মারধরের অভিযোগে ঢাবি শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

শনিবার (৫ নভেম্বর) ঢাবি জনসংযোগ দপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর রাতে রাজু ভাস্কর্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর সঙ্গে আইন ও শৃঙ্খলা পরিপন্থি অশোভন আচরণ করায় এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

এই অপরাধের জন্য কেন তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার করা হবে না, এই মর্মে ৭ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

এর আগে, গত ৩১ অক্টোবর দিনগত রাত ৩টার দিকে নাজমুল বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে ওই ছাত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ পাওয়া যায়।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ