ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

অশ্রুজলে প্রিয় শিক্ষককে বিদায় দিল সমাজকর্ম বিভাগ

প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২২, ২১:২১ | আপডেট: ৩১ অক্টোবর ২০২২, ২১:৩২

বর্ণিল আয়োজনে সরকারি বাঙলা কলেজের সমাকজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শাহীনারা বেগমকে বিদায় দিয়েছেন নিজ বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (৩১ অক্টোবর) অবসরজনিত বিদায় উপলক্ষে সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের অডিটোরিয়ামে এক বর্ণিল অনুষ্ঠান আয়োজন কর। এসময় শিক্ষার্থীরা ছল-ছল চোখে প্রিয় শিক্ষককে বিদায় জানান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষক পরিষদেরে সম্পাদক প্রফেসর মিটুল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এসএম মাহাবুবুল ইসলাম, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ হাসান আল বাকার, সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম, সহকারি অধ্যাপক জাকিয়া ফেরদৌস ও প্রভাষক নাহিদা ইসলাম। এছাড়ও অন্যান্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক সাবিহা তুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী জাফর ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজকে শিক্ষার্থীদের এই আয়োজন দেখেই বুঝা যায় শাহীনারা আপা শিক্ষার্থীদের হৃদয় জয় করে নিয়েছেন। অবসরজনিত জীবনে তার সর্বাঙ্গিন মঙল ও সাফল্য কামনা করছি।’

বিদায়ী অতিথির বক্তব্যে প্রফেসর ড. শাহীনারা বেগম বলেন, ‘আমার শিক্ষার্থীদের ভালোবাসায় আমি মুগ্ধ। সমাজকর্ম বিভাগে মানসম্মত সেমিনারের অভাব রয়েছে। আমি আমার নিজ অর্থায়নে সমাজকর্ম বিভাগকে একটা আন্তর্জাতিক মানের সেমিনার বানিয়ে দেবো।’

স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী হুমায়ুন কবির বলেন, ‘ম্যাম, ৩১ ডিসেম্বর ২০১৯ সালে আমাদের বিভাগে জয়েন করেন। তিনি সবসময় শিক্ষার্থী বান্ধব ছিলেন। আমাদের বিভাগে আগে নবীন বরণ হতো না, বার্ষিক শিক্ষা সফর হতো না। ম্যাম দায়িত্ব নেয়ার পর থেকে নিয়মিত নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে। প্রতিবছরেই দ্বারাবহিক শিক্ষা সফর হচ্ছে। ম্যামের কাছে আমারা কৃতজ্ঞ। ম্যামের সুস্বাস্থ ও দীর্ঘায়ূ কামনা করছি।’

সভাপতির বক্তব্যে প্রফেসর সাবিহা সুলতানা বর্ণিল আয়োজন করে বিভাগীয় প্রধানকে বিদায় দেয়ায় শিক্ষার্থীদেরকে ধন্যবাদ দেন। সেইসঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎতেও এ ধরনের সৃজনশীল কার্যক্রমের সঙ্গে থাকতে উৎসাহ দিয়ে সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে থাকার ঘোষণা দেন। তিনি বিদায়ী অতিথীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।’

প্রফেসর ড. শাহীনারা বেগমের বিদায় উপলক্ষে শুরুতেই বিভাগের শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ফুল দিয়ে বরণ করে নেন প্রিয় শিক্ষককে। এরপর প্রত্যেক ইয়ারের পক্ষ থেকে আলাদা আলাদা উপহার দেয়া হয় ও সকল ইয়ারের পক্ষ থেকে আলাদা উপহার দেয়া হয়। শাহীনারা বেগমের গাছ পছন্দ হওয়ার শিক্ষার্থীদের পক্ষ থেকে গোলাপসহ কয়েকটি গাছের চারা উপহার দেয়া হয়। এছাড়াও মানপত্র পাঠ ও প্রদান করা হয় এবং সম্মাননা ক্রেস্টের মাধ্যমে বিদায় জানানো হয়। বাঁধন সরকারি বাঙলা কলেজ ইউনিটের পক্ষ থেকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ