ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কিনের সেলাইমেশিন পেল চার শিক্ষার্থী 

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২২, ২২:৪১

আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে চার মাসব্যাপী প্রশিক্ষণ শেষে একাদশ শ্রেণির চার শিক্ষার্থীকে সেলাইমেশিন উপহার দিয়েছে কিন সংগঠন।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সার্টিফিকেটসহ তাদের এ উপহার দেওয়া হয়।

কিনের স্বেচ্ছাসেবীরা জানান, শিক্ষা মানুষকে জ্ঞানের আলো দান করে, মানুষে মানুষে সম্প্রীতি বাড়ায় এবং সংস্কৃতি ও সভ্যতাকে করে সমৃদ্ধ। তাই শিক্ষা জীবনের সঙ্গে সম্পৃক্ত। আর জীবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষাই কর্মমুখী শিক্ষা।

তারা আরও জানান, বর্তমান বিশ্বে উন্নয়ন এবং উন্নতির লক্ষ্যে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। তাই সাধারণ শিক্ষার পাশাপাশি কিন-স্কুল সব সময় নজর দিয়ে থাকে শিক্ষার্থীদের কর্মমুখী ও কারিগরি শিক্ষা প্রদানের দিকে।

উল্লেখ্য, গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, চ্যারিটি, সামাজিক সচেতনতা এবং শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ নিয়ে কাজ করার লক্ষ্যে ২০০৪ সালে প্রতিষ্ঠা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ