ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জবিতে চলছে শিল্পকর্ম প্রদর্শনী

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২২, ২২:০৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে ১০দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। ‘অর্জনে গৌরবে সতেরো’ এই স্লোগানকে সামনে রেখে ১৭তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এই প্রদর্শনী শুরু হয়।

এর আগে গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের নিচ তলায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে এই প্রদর্শনীতে ১৯৫ জন শিল্পীর ৩৪৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এই প্রদর্শনী শেষ হবে আগামী ৩০ অক্টোবর। প্রদর্শনী শেষে বিভিন্ন বিভাগের সেরা শিল্পীদের পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রথম বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়। এরপর চারুকলা বিভাগ প্রতি বছর এই আয়োজন করে থাকে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ