ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চাইলো মাউশি

প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২২, ২১:০৩

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবারের (২৭ অক্টোবর) মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) মাউশির পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং) অধ্যাপক মো. আমির হোসেনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অপিস আদেশে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং খুলনা অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য গুগল ফর্মের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবারের (২৭ অক্টোবর) মধ্যে পাঠাতে হবে।

সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক পরিচালকদের সরকারি ও বেসরকারি কলেজের তথ্য এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমিক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠাতে হবে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ