ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ইবিতে শিশুদের নিয়ে বৃক্ষরোপণ

প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২২, ২০:৩৮

শিশুদের বৃক্ষরোপনের উদ্ধুদ্ধ করতে তাদের দ্বারাই বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও পরিবেশবাদী সংগঠন ‘অভয়ারণ্য’।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় ৩০টি চারা রোপন করা হয়েছে। এতে ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

এসময় সংগঠনটির সহ-সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন, সাধারণ সম্পাদক হাসিন ইন্তেসাফ অর্প, যুগ্ন সাধারণ সম্পাদক কুররাতুল আইন ঊর্মি, অর্থ সম্পাদক দীপ কর্মকার, সাংগঠনিক সম্পাদক আরিফা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক হাসিন ইন্তেসাফ অর্প বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে আমাদের এই আয়োজন। এর মাধ্যমে শিশুরাও বৃক্ষরোপনে উদ্ধুদ্ধ হবে বলে আমরা প্রত্যাশা করি। আজকের শিশুরাই আমাদের ভবিষ্যৎ, তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি বৃক্ষরোপন একটি আনন্দের কাজ।

তিনি জানান, এই এক বছরে আমাদের প্রাপ্তির ঝুড়িতে রয়েছে পাখি চত্বর উদ্বোধন ও পাখিদের খাদ্য-বাসস্থান নিশ্চিত, চিঠিমঞ্চ, প্রারম্ভের বটতলা, বর্ষাবরণ উৎসব ও বায়োস্কোপ প্রদর্শন, ক্যাম্পাসে প্লাস্টিক ব্যবহার কমানোয় স্বারকলিপি, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং আমব্রেলা ফাউন্ডেশনের পরিবেশপ্রেমি অ্যাওয়ার্ড ২০২২ এর খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ