ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেরোবিতে নানা আয়োজনে বাঁধনের রজতজয়ন্তী উদযাপন

প্রকাশনার সময়: ২৪ অক্টোবর ২০২২, ১৯:৩০

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগান দিয়ে সোমবার (২৪ অক্টোবর) বাঁধনের রজতজয়ন্তীকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর জোন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধনের ২৫ বছরপূর্তি উপলক্ষে সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আনন্দ শোভাযাত্রা বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ইত্যাদি কর্মসূচি পালন করেন। আনন্দ শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বাঁধন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর জোনের সাধারণ সম্পাদক নাহিদ বলেন ‘সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে মানবসেবায় ২৫ বছর পার করতে চলছি আমরা। দীর্ঘ ২৫ বছর ধরে যারা সংগঠনের জন্য জীবনের মূল্যবান অতীতকে নীরবে নিভৃতে বিসর্জন করে চলেছেন, তাদের জন্য এই মুহূর্তটির অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।

যাদের হাত ধরে সংগঠনের জন্ম ও বিকাশ, তাদের বেশিরভাগের বয়সই অর্ধশতকের দিকে ছুটছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর জোনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক কুমার বিশ্বজিৎ বলেন, ৫০ পেরিয়ে বাংলাদেশ ‘২৫ এ বাঁধন, স্বেচ্ছায় রক্তদান হোক সামাজিক আন্দোলন’ এই প্রতিপাদ্যে উদযাপন হবে সংগঠনটির রজতজয়ন্তী।

এ পর্যন্ত সংগঠনটি সাড়ে নয় লাখ ব্যাগ রক্ত সরবরাহের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে ২০ লাখ ১৭ হাজার মানুষকে।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মধ্য দিয়ে যাত্রা করে বাঁধন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ