রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করাসহ সম্পূর্ণ ঘটনা তদন্তে দুই পৃথক তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান।
অধ্যাপক প্রদীপ কুমার বলেন, শাহরিয়ারের মৃত্যুর কারণ অনুসন্ধান করতে হল কর্তৃপক্ষ আগামীকাল তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করবেন এবং ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাবি শিক্ষার্থীদের মারধর করে আহত করার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে একটি অভিযোগনামা দায়ের করা হবে এবং শাহরিয়ারের মৃত্যু ও এর পরবর্তী পুরো ঘটনা পর্যবেক্ষণ করতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেনকে আহ্বায়ক করে আগামীকাল ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।
জরুরি সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক অধ্যাপক কুদরত-ই-জাহান, সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াছ হোসাইন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাহেদ জামান ও মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ফরিদুল ইসলাম।
উল্লেখ্য, গত বুধবার রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হয় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এম জি এম শাহরিয়ার। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে চিকিৎসা দিতে কালক্ষেপণ করার অভিযোগ তুলেন রাবি শিক্ষার্থীরা। পরবর্তীতে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক, ওয়ার্ড বয় ও আনসাররা শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রাবির বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ