ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বাকৃবিতে ৩২ রক্তদাতাকে সংবর্ধনা

প্রকাশনার সময়: ১৪ অক্টোবর ২০২২, ১২:১২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ৮টায় বাকৃবির নাজমুল আহসান হলে ওই অনুষ্ঠানের আয়োজন করে হল ইউনিট বাঁধন।

অনুষ্ঠানে নাজমুল আহসান হল ইউনিট বাঁধনের সভাপতি আবদুল সাঈদ সিদ্দিকীর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মাফিদুল ইসলাম জয়ের সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নূরুল হায়দার রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল করিম , নাজমুল আহসান হলের হাউজ টিউটর অধ্যাপক ড. মো মোবারক হোসেন সহ হল ইউনিট বাধনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বাকৃবি বাধনের সাংগঠনিক সম্পাদক এ এস এম জোবায়ের রহমান। তিনি সংগঠনের ইতিহাস নবীন সদস্যদের সামনে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে নাজমুল আহসান হল ইউটিট বাঁধনের ৩২ জন রক্তদাতা সদস্যকে সংবর্ধনা দেয়া হয়। স্নাতক চতুর্থবর্ষ এবং স্নাতকোত্তর এসব সদস্য ৫ বারের অধিক রক্তদান করে। এ সময় নবীন সদস্যদের বরণ করে নেয় অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. নূরুল হায়দার বলেন, বঙ্গবন্ধু প্রথমে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে নিজেদের রক্ত উৎস্বর্গের কথা বলেছিলেন। প্রত্যেক মানুষের রক্তদান করা উচিৎ। রক্তদানের মধ্য ব্যক্তির কোনো স্বার্থকতা নেই বরং রক্তদাতার সাথে রক্তগ্রহীতার এক আত্মার বন্ধন গড়ে উঠে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ