ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

চবি ছাত্রলীগের সহ-সভাপতিকে মারধরের অভিযোগ

প্রকাশনার সময়: ১৩ অক্টোবর ২০২২, ১৯:১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাহেদুল ইসলামকে মারধর করার অভিযোগ উঠেছে পদবঞ্চিত ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে।

বুধবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার সৈয়দ জাহেদুল ইসলাম ও সাখওয়াত হোসেন উভয়ই নৃবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং চবি ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয় ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের অনুসারি। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে প্রক্টর বরাবর মৌখিক অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম।

ভুক্তভোগী সৈয়দ জাহেদুল ইসলাম বলেন, ‘আমি আর সাখাওয়াত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ ও একই সেশনের শিক্ষার্থী। দীর্ঘদিন একই নেতার অধীনে আমরা রাজনীতি করে আসছি। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে আমার পদ পাওয়া ও তার না পাওয়ার কারণে এক প্রকার দূরত্ব তৈরি হয়। কমিটির পর বেশকিছু পরীক্ষা আমি হলে থেকে দিয়েছি। এসময় তেমন প্রভাব না পড়লেও ভাইবার দিন থেকে সে আমার সাথে উগ্র আচরণ করতে শুরু করে।’

তিনি আরও বলেন, ‘আজ আমাদের বিভাগের র‍্যাগ ডে ছিল। অনুষ্ঠানের প্রথম থেকে আমাকে ফোন করে হুমকি দেয়, যেন আমি র‍্যাগ ডে'তে না আসি। গতকাল ঢাকা থেকে ফেরার সময়ও সে আমাকে ফোনে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। আমি এগুলো আমলে না নিয়ে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসি। এরপর তার সাথে সমঝোতা করার জন্য আমার বন্ধুরা সাখওয়াতকে নিয়ে আসলে সে আমাকে আঘাত করতে শুরু করে। এসময় আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও আমার জিভ কেটে গিয়ে রক্ত ঝরা শুরু হয় এবং বুকে-পেটে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হই। কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে এসে আমার বন্ধুর থেকে এমন আচরণ কখনো কাম্য ছিল না। এ ঘটনায় আমি প্রক্টর বরাবর মৌখিক অভিযোগ দিয়েছি।’

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে সাখওয়াত হোসেন বলেন, ‘জাহেদ আমার ক্লাসমেট। ভুল বুঝাবুঝি হয়েছে। আমি তাকে কোনো মারধর করিনি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহিদুল ইসলাম বলেন, ‘আমরা মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ