ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জবি’র হলে অগ্নি নির্বাপণ মহড়া

প্রকাশনার সময়: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩২

অনাকাঙ্ক্ষিত অগ্নিজনিত দুর্ঘটনা এড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে অনুষ্ঠিত হয়েছে অগ্নি নির্বাপণ মহড়া।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর আমন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উদ্যোগে এই মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ঢাকা জোন-১ এর কমান্ডার মো. বজলুল রশিদের নেতৃত্বে হলের শিক্ষার্থীদের সরাসরি, ভার্চুয়ালি এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অগ্নি নির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।

এ সময় হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর রাতে হলের ১৩ তলায় রান্না ঘরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। তবে সেই অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নয়া শতাব্দী/জেডএম/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ