ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রামে মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রোগের চিকিৎসা’

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৩

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঐতিহ্যবাহী সংগঠন ‘অঙ্গন’ এর উদ্যোগে মঞ্চায়িত হবে শিমুল কুমার দত্ত পরিচালিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাস্যরসাত্মক নাটক ‘রোগের চিকিৎসা’। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান সংগঠনটির অর্থ-সম্পাদক প্রান্তিকা নাথ ভাবনা।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন ‘অঙ্গন’ আগামীকাল সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে ‘শরৎ এনেছে কাশফুলের ভেলা, অঙ্গনের আঙিনায় শিল্পের মেলা’ শীর্ষক শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। যে কেউ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আয়োজনটি উপভোগ করতে পারবে। এরজন্য কোনোরকম টিকেট বা ফি এর প্রয়োজন পড়বে না।

অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির সভাপতি চবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘অঙ্গন’ এর সিনিয়র সদস্য কানাই লাল মজুমদার, হাসিনা আরজু, শাহানা আক্তার রেবী, অনিমেষ কুমার চক্রবর্তী, সাইফুল ইসলাম সুমন এবং ‘সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রাম’র সভাপতি ফারুক তাহের।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে রয়েছে সংগঠনের সদস্যদের পরিবেশনায় সংগীত, আবৃত্তি, নৃত্য এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ‘রোগীর চিকিৎসা’। সেই সাথে সংক্ষিপ্ত সৌজন্য পরিবেশনা নিয়ে থাকবে ‘সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রাম’এর সংগঠনগুলো যথাক্রমে বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, তারুণ্যের উচ্ছ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকবে ‘অঙ্গন’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ