জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান প্রীতম জাতীয় ফুটবল দলের গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছে।
জানা যায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের ২৩ সদস্যের দল ঘোষণা করছে। যেখানে তিনজন গোলরক্ষকের মধ্যে প্রীতম একজন
বর্তমানে ক্লাব ফুটবলে আবাহনীর গোলবার প্রহরী এই শিক্ষার্থী এর আগেও ২০১৮ সালেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এবং এইজ লেভেলও নিয়মিত খেলেছেন জাতীয় দলের হয়ে।
এ বিষয়ে মাহফুজুর রহমান প্রীতম বলেন, আমার জন্য জাতীয় দলে হয়ে খেলাটা নতুন না হলেও এটা সত্যি যে মাঝখানে একটা দীর্ঘ সময় আমাকে অপেক্ষা করতে হয়েছে। লাল সবুজের জার্সি গায়ে দেশের জন্য খেলতে পারাটা অবশ্যই সবসময়ের জন্যই আনন্দের। আমি এর আগেও ১৮ মেইন একাদশে ছিলাম এবং এইজ লেভেলে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলেছি। সামনে অনুষ্ঠিত নেপাল এবং কম্বোডিয়া বিপক্ষে দুটি ম্যাচেই আমাদের টিম জয়ী হবে আশা রাখি।
উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। এর পর ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ