ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাস্টারমাইন্ড অনন‍্যা, রহস‍্য জানতে পরিপূর্ণ জবি অডিটোরিয়াম

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৩ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির আয়োজনে ‘আমাদের সিনেমা’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে পরিচালিত হয় সিনেমা শো-পর্ব। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শেষ দিনে প্রদর্শিত হয় রায়হান রাফির পরিচালনায় দর্শকনন্দিত চলচ্চিত্র ‘পরাণ’। সিনেমার মধ্যমণি মাস্টারমাইন্ড অনন্যার চরিত্রের রহস্য জানতে কানায় কানায় পরিপূর্ণ ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ০৫ সেপ্টেম্বর থেকে দেশীয় নানা চলচ্চিত্র নিয়ে এই সিনেমা শো শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে টিকিট বিক্রি শুরু হয় আগেই। অডিটোরিয়ামে প্রদর্শিত অন‍্যান‍্য জনপ্রিয় সিনেমাগুলো ছিল ‘রাত জাগা ফুল, শিমু, লোনা জলের কাব‍্য, গন্ডি, অলাতচক্র ও পরাণ।

‘পরাণ’ দেখতে অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস‍্যবৃন্দ, আয়োজক স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও সিনেমার আয়োজক কমিটি। এছাড়াও ‘পরাণ’ সিনেমা প্রদর্শনীর পূর্বে বাংলাদেশের অপ্রকাশিত সিনেমা জয়া আহসানের ‘বিউটি সার্কাস’ এর ট্রেইলার দেখানো হয়।

গত ০৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘আমাদের সিনেমা’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ড. মো. ইমদাদুল হক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আরাফাত ইসলাম আমান বলেন, শিক্ষার্থীদের মাঝে বাংলা সিনেমার প্রীতি গড়ে তুলতে আমরা নামমাত্র মূল্য মাত্র ৩০ টাকায় সবাইকে সিনেমা দেখার সুযোগ করে দিচ্ছি। সবাই মিলে দল বেঁধে সিনেমা দেখার অভ্যাস গড়ে তুলতে আমাদের এরুপ আয়োজন। পরানের শোতে দর্শকরা জায়গা না পেয়ে ফ্লোরে বসেও সিনেমা দেখেছে। শিক্ষার্থীদের প্রবল উৎসাহ আমরা লক্ষ্য করেছি। শিক্ষার্থীদের এরুপ উৎসাহ আরও দারুণ সব আয়োজন করার উৎসাহ যোগায় আমাদের।

সংগঠনের সাধারণ সম্পাদক নিলয় দেব বলেন, আমরা প্রতিবছর দেশসেরা সিনেমা নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করে থাকি। তবে এবারের আয়োজনে শিক্ষার্থীদের ব‍্যাপক সাড়া পেয়েছি এবং তা আমাদের অনুপ্রেরণা দিয়েছে। আমরা খুব শিগগিরই আরও একটা ইভেন্ট শুরু করব।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ