ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সার আক্রান্ত জাকিরের 

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩২

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের মহিবুল হকের ছেলে ক্যান্সার আক্রান্ত মোঃ জাকির হোসেনের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে। জাকির হোসেন গত ১বছর ধরে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে তার পরিবার পথে বসেছে।

জাকির হোসেনের তিন সন্তান ও পরিবারের চোখে মুখে এখন কেবলই ঘোর অন্ধকার। সহায় সম্বল যা ছিলো তা বহু আগেই চিকিৎসার পেছনে খরচ করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ মতে আরো প্রায় ৭ লাখ টাকা লাগবে চিকিৎসা শেষ করতে।

সামান্য দিনমজুর পরিবারের পক্ষে তা জোগান দেয়া কোনভাবেই সম্ভব নয়, এখন টাকার অভাবে চিকিৎসা পুরোপুরি বন্ধ। তাই স্বামীর চিকিৎসার জন্য দেশবাসীর সহায়তা চেয়েছে তার স্ত্রী ফজিলাতুন্নেসা।

শম্ভুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া জানান, ক্যান্সারের চিকিৎসা খুবই ব্যয়বহুল, তাই কারো একার পক্ষে এই চিকিৎসা সহায়তা দেয়া সম্ভব নয়। তার চিকিৎসায় বিত্তশালীদের সকলের সহায়তা প্রয়োজন।

তজুমদ্দিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান সিদ্দিক বলেন, প্রকৃত ক্যান্সার আক্রান্ত হলে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিলে সরকারি ভাবে ৫০ হাজার টাকা সহায়তার সুযোগ রয়েছে। তিনি বলেন, সরকার ছয়টি দূরারোগ্য রোগীর জন্যও একই সহায়তার ব্যবস্থা রেখেছে।

জাকির হোসেনের সাথে যোগাযোগের মাধ্যম মোবাইল- 01799-554190 (বিকাশ) পার্সোনাল।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ