জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে আগামী তিন বছরের জন্য ওই বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্যকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এর চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ গত ২ সেপ্টেম্বর পূর্ণ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন (২০০৫) এর ২৪ (২) ধারা অনুযায়ী কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্যকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।
এ বিষয়ে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উন্নয়নে কাজ করে যাব। তথ্যপ্রযুক্তির সাথে তাল মিলিয়ে দেশসেরা শিক্ষার্থী গঠনে সর্বাত্মক চেষ্টা করব। বিভাগের উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ