ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২২’ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ উপলক্ষে সকাল ১০ টায় রুয়েট প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর ভাইস চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বেলুন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্রদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপন কর্মসূচি শেষে সকাল সাড়ে ১০ টার দিকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি রুয়েট ক্যাম্পাস ও নগরীর তালাইমারী মোড় সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, বিশ্ববিদ্যালয় দিবস-২০২২ উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদাত, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. নীরেন্দ্র নাথ মুস্তফী, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এন.এইচ.এম. কামরুজ্জামান সরকার, ছাত্র কল্যাণ উপপরিচালক মো. মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদসহ রুয়েটের সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী। এদিন বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে রুয়েটের অগ্রযাত্রা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ