ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

আগারগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশনার সময়: ২৪ আগস্ট ২০২২, ১৪:৪০ | আপডেট: ২৪ আগস্ট ২০২২, ১৬:১৩

ডিপ্লোমা কোর্স ৪ বছরের পরিবর্তে ৩ বছর করার শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আগারগাঁও মোড়ে সড়ক অবরোধ করেছে।

বুধবার (২৪ আগস্ট) দুপুর ১ টা থেকে শিক্ষার্থীরা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে আশপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

রাধিকা নামের আন্দোলনরত এক শিক্ষার্থী নয়া শতাব্দীকে বলেন, ‘৪ বছরের পরিবর্তে কোর্স টাইম ৩ বছর করা হলে আমাদের পড়াশোনার চাপ কমবে না কিন্তু চাকরি ক্ষেত্রে গ্রহণযোগ্যতা কমে যাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও গ্রহণযোগ্যতা কমবে।’

এ শিক্ষার্থী আরো বলেন, ‘৪ বছরের কোর্স করে বের হওয়ার পর আমরা সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পাইতাম আর এখন ৩ বছর করা হলে সহকারী টেকনিশিয়ান হিসেবে নিয়োগ পাবো। তাই আমরা চাই আমাদের চার বছরের কোর্স চার বছরেই রাখা হোক।’

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা পলিটেননিকে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ৪ বছরের পরিবর্তে ৩ বছরের ডিপ্লোমা কোর্সের কথা বলেন। পরের দিন জাতীয় প্রেস ক্লাবে তিনি একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ