ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের ফেসবুক আইডি হ্যাকড

থানায় জিডি
প্রকাশনার সময়: ১৭ আগস্ট ২০২২, ১৬:১৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর এর ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য ড. সৌমিত্র শেখর।

আইডিটির ফেসবুকে ফলোয়ার যারা তারাই কেবল হ্যাক হওয়া আইডিটি দেখতে পাচ্ছে। যারা বন্ধু তালিকায় রয়েছে তারা আইডিটি দেখতে পাচ্ছে না।

রোববার (১৪ আগস্ট) থেকে উপাচার্যের ফেসবুক আইডি হঠাৎ উধাও হয়ে যায়। দুইদিন চেষ্টা করেও আইডি ফেরৎ পাননি তিনি।(১৬ আগষ্ট) মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্য সৌমিত্র শেখর ত্রিশাল থানায় একটি জিডি করেছেন (জিডি নাম্বার ৭৯২)।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইবুক আইডি হ্যাক হওয়ার বিষয়ে উপাচার্য বলেন, ‘ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। আমি ইতোমধ্যেই আইনের আশ্রয় গ্রহণ করেছি। আমার ভেরিফাইড আইডি নিয়ে কেউ বিভ্রান্তিকর অবস্থায় পড়বেন না। আশা করি দ্রুতই প্রশাসনের সহায়তায় আমার ফেসবুক আইডি ফিরে পাবো। সকলেই সতর্ক থাকবেন।’

জিডির বিষয়ে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, ‘আমরা ফেসবুক আইডি হ্যাকের বিষয়ে জিডি গ্রহণ করেছি। ইতোমধ্যেই আমরা বিটিআরসির চেয়ারম্যান রমনা, ঢাকার কাছে প্রতিবেদন পাঠিয়েছি।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ