ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার দুপুরে।
সোমবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আজ বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো: আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল ঘোষণা করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউনিটটিতে এক হাজার ৩৩৬ আসনের বিপরীতে ৭৮ হাজার ৩১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সেই হিসাবে আসনপ্রতি প্রার্থী ছিলেন ৬২ জন।
এই ইউনিটে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়েছে৷ এর মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ ছিল। দুই অংশের উত্তর দেওয়ার জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় পান শিক্ষার্থীরা।
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ১০ করে মোট ২০ নম্বর যোগ করে মেধাতালিকা তৈরি করা হবে।
গত ২৭ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। সেখানে পাসের হার ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ।
গত রোববার (৩ জুলাই) ঢাবির ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। এবার এই ইউনিটে পাসের হার ১৪ দশমিক ৩০ শতাংশ।
গতকাল (৪ জুলাই) ‘ক’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়৷ এই পরীক্ষায় শতকরা ১০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
নয়া শতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ